ভারতের পর্দায় দেখা মিলবে শাকিবের 'দরদ'

ভারতের পর্দায় দেখা মিলবে শাকিবের 'দরদ'
শাকিব খান অভিনীত সিনেমা 'দরদ' গত বছরের ১৫ নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তবে ভারতের মুক্তির তারিখ কয়েক দফা পিছিয়ে যায়। অবশেষে, তিন মাস পর ২৮ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে শাকিব খানের এই সিনেমাটি, যা নিশ্চিত করেছে ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। যদিও মুক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য না দেওয়া হলেও, প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে ২৮ ফেব্রুয়ারি মুক্তির তারিখ ঘোষণা করেছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই সিনেমাটি একটি রোমান্টিক সাইকো-থ্রিলার। সিনেমার পরিচালনা, কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মামুন, এবং প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। এছাড়াও, শাকিব খান ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাহুল দেব ও রাজেশ শর্মা।